• অবস্থান : ময়মনসিংহ জেলার সর্ব দক্ষিন সীমানা একাংশ কুলঘেষে সুতিয়া নদী ও খিরু নদীর তীরে রাজৈ ইউনিয়ন অবস্থিত। ভালুকা উপজেলার দক্ষিন-পূর্ব সীমানায় সর্বশেষ ইউনিয়ন হিসাবে রাজৈ ইউনিয়ন পরিচিত। ক্রমাগত সংখ্যা উপজেলার মোট ১১টি ইউনিয়নের মধ্যে এর ক্রমিক নম্বর ১১ (এগার)।
• আয়তন :
আয়তনে রাজৈ ইউনিয়ন মন্তব্য
অংকে কথায় নির্ণয়াক পদ্ধতি সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-২০০৯
১২.৭৫ বার দশমিক সাত-পাঁচ বর্গমাইল
২০.৪ বিশ দশমিক চার বর্গ কিলোমিটার
৮,১৬৬ আট হাজার একশত ছিষট্রি) একর
• ভৌগলিক সীমা: উপজেলার দক্ষিন-পূর্ব সীমানার সর্বশেষ ইউনয়ন ১১নং রাজৈ ইউনিয়ন। এর উত্তরে উপজেলার ৫নং বিরুণীয়া ইউনিয়ন, পূর্বে ৭নং মশাখালী ইউনিয়ন (উপজেলা-গফরগাঁও), দক্ষিন-পূর্ব সীমানা ১২ নং পাইথল ইউনিয়ন (উপজেলা-গফরগাঁও), দক্ষিনে কাউরাইদ ইউনিয়ন (উপজেলা-শ্রীপুর), পশ্চিমে উপজেলার ভালুকা ইউনিয়ন সীমা রেখা দ্বার বিভক্ত।
• যোগাযোগ ব্যবস্থা : উপজেলা সদর হতে ইউনিয়ন পরিষদ ভবনের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভালুকা মডেল থানার বিপরীপ পার্শস্থ পয়েন্ট হতে খিরু নদীর উত্তর পাড় ঘেষে বাকসীর ব্রীজ পাড় হইয়া জামিরাপাড়া সীমা পর্যন্ত ১০ কিলোমিটার ইউনিয়নের একমাত্র পাকা রাস্তা। অবশিষ্ট ২ কিলোমিটার ইটের সলিং রাস্তা পরবর্তী চান্দাব বোর্ড-বাজারস্থ ইউনিয়ন পরিষদ অফিস।
• দর্শণীয় স্থান :
ময়মনসিংহ জেলা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত পাইলট প্রকল্পের এর অওতায় নির্মিত নদীর পানি ধরে রাখার অন্যতম মাধ্যম ‘‘রাবার ডেম-ব্রীজ’’ যা রাজৈ ইউনিয়নের উরাহাটি গ্রামের খিরু ও সুতীয়া নদীর মোহনায় অবস্থিত।
উরাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এর উত্তর পাশে ‘‘পইত-ফুলি বিল’’ এর মধ্যবর্তী ছোট দ্বীপ। যার আয়তন ৫০০ বর্গফুট। বর্ষা মৌসুমে পানি পথে নৌকা ভ্রমনে বা পিকনিক স্পষ্ট হিসাবে গ্রামের লোকজনকে আকৃষ্ট করে।
• শিল্প প্রতিষ্ঠান : পারফরমেন্স সুয়েটার ফ্যাক্টরী নামীয় ইউনিয়নের একমাত্র শিল্প প্রতিষ্ঠানটি উপজেলা হেড-কোয়ারটার হতে ১৯ কিলোমিটার দূরে ইউনিয়নের সর্বশেষ সীমা উরাহাটি গ্রামে অবস্থিত।
• হাট-বাজার : মোট সংখ্যা ৪টি।
ক্রমিক নং বাজারের নাম হাট-বার দিন যে সকল এলাকার জনসাধারণ এই বাজারে যা হাট-বাজারের ছবি
1. পনাশাইল বাজার সপ্তাহে ২দিন
(রবিবার ও বুধবার) পনাশাইল, মোহনা, খুর্দ্দ, ঢুলিভিটা, কর্ণপাড়া, বাঘেরপাড়া, পাইলাব ও কুল্লাব
2. চান্দাব বোর্ড বাজার সপ্তাহে ২দিন
(শনিবার ও মঙ্গলবার) চান্দাব, জামিরাপাড়া, পারুলদিয়া, সোহাল, রাজৈ ও বালীজুরি
3. পারুলদিয়া বাজার সপ্তাহে ২দিন
(সোমবার ও শুক্রবার) চান্দাব, জামিরাপাড়া, পারুলদিয়া, সোহাল, রাজৈ, বালীজুরি, উরাহাটি ও পার্শবর্তী শ্রীপুর উপজেলার হৈয়দেবপুর।
4. রাজৈ বাজার সপ্তাহে ২দিন
(সোমবার ও শুক্রবার) চান্দাব, জামিরাপাড়া, পারুলদিয়া, সোহাল, রাজৈ, বালীজুরি, উরাহাটি ও পার্শবর্তী গফরগাঁও উপজেলার প্রসাদপুর ও কান্দি।
• মোট ওয়ার্ড : ০৯ টি।
• ডাকঘর সংখ্যা : ০৪ টি
ক্রমিক নং ডাকঘরের নাম পোষ্ট মাষ্টারের নাম মোবাইল ফোন নম্বর প্রতিষ্ঠাতা
1. পনাশাইল বাজার আশরাফ উদ্দিন
2. জামিরাপাড়া আহম্মদ আলী
3. রাজৈ বাজার মোঃ আবুল হোসেন
4. উরাহাটি মোঃ ফিরোজ খান ০১৭১৭-০৪৩৩৯৯ মোঃ ফিরোজ খান
• মোট গ্রাম : ১৬ টি।
• সর্বমোট খানা : ৫,৫৯১ টি
• মোট মৌজা : ২০ টি।
• জনসংখ্যা পরিসংখ্যান : ২৭,১৬২ জন। (সূত্র আদম শুমারী-২০০১)।
• পুরুষ ও মহিলার অনুপাত : ৫১ঃ ৪৯ (পুরুষ ৫১ এবং মহিলা ৪৯)।
• জনসংখ্যার ঘনত্ব : ১৩২১ জন (প্রতি বর্গ কিলোমিটারে)।